কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : ছিয়াম অবস্থায় তরকারির স্বাদ কীভাবে ও কতটুকু নেওয়া যেতে পারে?

উত্তর : ছিয়াম অবস্থায় তরকারির স্বাদ চাখার সময় যাতে কণ্ঠনালী পর্যন্ত তা না পৌঁছে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে, তাহলে ছিয়াম নষ্ট হবে না। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহু বলেন, ঝোল বা কোনো বস্তুর স্বাদ চাখার সময় কণ্ঠনালী পর্যন্ত না পৌঁছলে কোনো ক্ষতি নেই (ইরওয়াউল গালীল, ৪/৮৬)। অন্যত্র তিনি বলেন, বিক্রয়ের উদ্দেশ্যে ঝোল বা কোনো বস্তুর স্বাদ চেখে দেখলে ছিয়াম নষ্ট হবে না (মুছান্নাফ ইবনু আবী শায়বা, হা/৯৩৬৯; ইরওয়াউল গালীল, হা/৯৩৭, ৪/৮৫)।

শাহিদা খাতুন

সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।


Magazine