কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮): আমার দাদির মৃত্যুর আগে আমার পিতা মৃত্যুবরণ করেন। এখন আমি কি আমার দাদির সম্পদের ওয়ারিছ হব?

উত্তর: না, এমতাবস্থায় পৌত্র-পৌত্রি, নাতি-নাতনীরা তাদের দাদির সম্পত্তির ভাগ পাবে না। বরং দাদা-দাদিরাই তাদের সন্তানের সম্পদের ওয়ারিছ হবে। তবে নাতি-নাতনীরা যদি অসহায় হয়, তাহলে দাদা-দাদির উচিত হবে তাদের জন্য কোনো কিছুর অসীয়ত করে যাওয়া। আবদুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলিম ব্যক্তির অছিয়ত করার মতো কিছু সম্পদ রয়েছে, সে ব্যক্তির জন্য তার নিজের কাছে অছিয়তনামা লিখে না রেখে দুই রাতও অতিবাহিত করার অধিকার তার নেই (ছহীহ বুখারী, হা/২৭৩৮; ছহীহ মুসলিম, হা/১৬২৭)।

প্রশ্নকারী : আব্দুল জব্বার রানা

বাগমারা, রাজশাহী।


Magazine