কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২) : নানির মৃত্যুর তিন বছর পূর্বে আমার মা মারা গেছেন। এখন কি আমি আমার নানির সম্পত্তির ভাগ পাব?

উত্তর : না, এমতাবস্থায় নাতি-নাতনীরা তাদের নানির সম্পত্তির ভাগ পাবে না। কেননা পিতা-মাতার মৃত্যুর পূর্বে সন্তান মারা গেলে সন্তানের সন্তানেরা অর্থাৎ নাতি-নাতনীরা নানা-নানি বা দাদা-দাদির সম্পদের ওয়ারিছ হবে না। বরং নানা-নানি বা দাদা-দাদিরাই তাদের সন্তানের সম্পদের ওয়ারিস হবে (আল-মুগনী, ৯/২২-২৩)। তবে এসব নাতী-নাতনীরা অসহায় হলে, নানা-নানির উচিত হবে তাদের জন্য অছিয়ত করা। আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে মুসলিম ব্যক্তির অছিয়ত করার মতো কিছু সম্পদ রয়েছে, সে ব্যক্তির জন্য তার নিজের কাছে অছিয়তনামা লিখে না রেখে দুই রাত্রিও অতিবাহিত করার অধিকার তার নেই’ (ছহীহ বুখারী, হা/২৭৩৮; ছহীহ মুসলিম, হা/১৬২৭)।

প্রশ্নকারী : আবূ তাহের

চাপাইনবাবগঞ্জ।


Magazine