উত্তর : প্রথমত, যাকাত ফরয হওয়ার জন্য সম্পদের উপর পূর্ণ এক বছর অতিক্রান্ত হওয়া শর্ত (ইবনু মাজাহ, হা/১৭৯২; তিরমিযী, হা/৬৩১)। দ্বিতীয়ত, ঋণকৃত সম্পদের উপর যাকাত ফরয হয় না। এজন্য উছমান রযিয়াল্লাহু আনহু বলেছিলেন, ‘এটা তোমাদের যাকাত আদায়ের মাস। সুতরাং যার উপর ঋণ আছে সে যেন ঋণ পরিশোধ করে দেয়। যেন মূল সম্পদ অবশিষ্ট থাকে এবং তা থেকে তোমরা যাকাত আদায় করতে পার’ (মুয়াত্ত্বা, হা/৮৭৩)। প্রশ্ন থেকে বুঝা যাচ্ছে- দোকানে মজুত মালের ৪০% নিজস্ব সম্পদ এবং ৬০% ঋণ। এই ৪০% সম্পদ যদি নিছাব পরিমাণ (সাড়ে বায়ান্নো ভরি রৌপ্য সমপরিমাণ) হয় এবং তা এক বছর ধরে জমা থাকে, তাহলে তাতে যাকাত ফরয হবে। আর যদি তা এক বছরের কম সময় ধরে জমা থাকে, তাহলে তার উপর যাকাত ফরয হবে না। আর যদি তা নিছাব পরিমাণ না হয়, তাহলে তার উপর যাকাত ফরয হবে না (ছহীহ বুখারী, হা/১৪৫৯; ছহীহ মুসলিম, হা/৯৭৯; মিশকাত, হা/১৭৯৪)সুতরাং এক্ষেত্রে দেখতে হবে, শেয়ারকারীগণ এই ৪০% এর মালিক কত দিন থেকে আছে? সেই সময়ের আলোকে এবং নিসাবের আলোকে তার যাকাত নির্ধারিত হবে।
প্রশ্নকারী : ফয়সাল রশিদ