কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১) : শুধু সার্টিফিকেট পাওয়া অথবা চাকরি করার উদ্দেশ্যে দ্বীনের জ্ঞানার্জন করা কতটুকু শরীআতসম্মত?

উত্তর : আল্লাহ তাআলার নৈকট্য অর্জন, নিজের অজ্ঞতা দূরীকরণ এবং মুসলিমদের উপকার করার নিয়্যতের সাথে সাথে কেউ যদি সার্টিফিকেট বা চাকরি পাওয়ার ইচ্ছা রাখে তাহলে তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ নৈকট্য অর্জনের নিয়্যত না রেখে দ্বীনের জ্ঞানার্জনের দ্বারা শুধু দুনিয়া অর্জনের নিয়্যত রাখে তাহলে সেটি জায়েয নয়। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ইলমের দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা যায়, কোনো লোক যদি দুনিয়াবী স্বার্থ লাভের জন্য তা শিক্ষা করে, তবে সে কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধি পাবে না’ (আবূ দাঊদ, হা/৩৬৬৪; ইবনু মাজাহ, হা/২৫২)।

প্রশ্নকারী : নাঈম ইসলাম

বগুড়া।


Magazine