কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮) : কীভাবে একজন মহিলা বুঝতে পারবে যে, সে হায়েয থেকে পবিত্র হয়েছে?

উত্তর সাধারণত হায়েযের রক্ত কালো হয়ে থাকে, যা দেখলেই বুঝা যায়। সেই রক্ত বন্ধ হলে এবং সাদা তরল পদার্থ বের হওয়া শুরু হলে বুঝতে হবে যে, সে হায়েয থেকে পবিত্র হয়ে গেছে। কেননা মহিলা ছাহাবীগণ আয়েশা রযিয়াল্লাহু আনহা-এর নিকট তুলা প্রেরণ করতেন। তাতে হলুদ রং দেখলে আয়েশা রযিয়াল্লাহু আনহা বলতেন, তোমরা সাদা তরল পদার্থ দেখা পর্যন্ত তাড়াহুড়া করো না। এ দ্বারা তিনি হায়েয হতে পবিত্র হওয়া বুঝাতেন (ছহীহ বুখারী, ১/৭১)।

প্রশ্নকারী : মনোয়ারা বেগম

রাজশাহী।


Magazine