উত্তর: স্ত্রী শরীআতসম্মত ভাবে জীবনযাপন না করার কারণে যদি পিতামাতা স্ত্রীকে তালাক দিতে বলে, তাহলে পিতামাতার কথা অনুযায়ী স্ত্রীকে তালাক দিতে হবে। আর যদি স্ত্রীর ভালো গুণাগুণ থাকার পরও পিতামাতা তালাক দিতে বলে, তাহলে তাদের সুপরামর্শ দিতে হবে। কেননা পিতামাতার আনুগত্য করা সন্তানের উপর জরুরী। মহান আল্লাহ বলেন, ‘তোমার প্রতিপালক হুকুম জারি করেছেন যে, তিনি ছাড়া অন্য কারো ইবাদত করো না, আর পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো’ (আল-ইসরা, ১৭/২৩)। মুআয রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দশটি বিষয়ে অছিয়ত বা উপদেশ দিয়েছেন। তার মাঝে একটি হলো, পিতা-মাতার অবাধ্য হবে না, যদি মাতাপিতা তোমাকে তোমার পরিবার-পরিজন বা ধন সম্পদ ছেড়ে দেওয়ার হুকুমও দেয়...’ (মুসনাদে আহমাদ, হা/২২০৭৫; মিশকাত, হা/৬১)। সুতরাং তাদেরকে বুঝাতে হবে। তারপরও তাদের সাথে কোনোরূপ খারাপ আচরণ করা যাবে না।
প্রশ্নকারী : সালাহউদ্দীন
মিরপুর, ঢাকা।