কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১): মহিলারা কি পাঁচ ওয়াক্ত ছালাত জামাআতের সাথে আদায় করতে পারবে?

উত্তর: হ্যাঁ, মহিলারাও পাঁচ ওয়াক্ত ছালাত জামাআতে আদায় করতে পারে। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ছালাত শেষ করতেন, তখন নারীগণ গায়ে চাদর জড়িয়ে ফিরে যেতো। অন্ধকারের কারণে তাদের চেনা যেত না (ছহীহ বুখারী, হা/৮৬৭; ছহীহ মুসলিম, হা/৬৪৫)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যখন তোমাদের কারো স্ত্রী মসজিদে আসার অনুমতি চাইবে, তখন সে যেন তাকে নিষেধ না করে’ (ছহীহ বুখারী, হা/৮৭৩; ছহীহ মুসলিম, হা/১০১৬)। তবে তাদের ওয়াক্তিয়া ছালাত বাড়িতে আদায় করাই উত্তম।

প্রশ্নকারী : সাহানা খাতুন

রাজশাহী।

 

Magazine