কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩): আমি একজন প্রবাসী, সঊদী আরব থাকি। আমি আমার স্ত্রীকে মেসেজে তালাক দিয়েছি। তারপর আমার স্ত্রী দেখার আগেই মেসেজ ডিলেট করে দিয়েছি। এখন আমার দেওয়া এই তালাক কি গণ্য হবে?

উত্তর: ইসলামী শরীআহ অনুযায়ী, তালাক দেওয়ার জন্য স্ত্রীর দেখা, শোনা বা লিখিতভাবে হলে পড়া জরুরী নয়; বরং তালাক প্রদানকারী (স্বামী) উচ্চারণ বা লিখিত ঘোষণা করলেই তালাক সংঘটিত হয়ে যায়, যদি তা সুস্থ অবস্থায় এবং চাপে না পড়ে দেওয়া হয়। সুতরাং এই তালাক কার্যকর হয়ে গেছে, যদিও স্ত্রী মেসেজ না দেখে থাকেন। এমনকি মজার ছলেও কেউ যদি তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে তালাক হয়ে যাবে। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ثَلاَثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ النِّكَاحُ وَالطَّلاَقُ وَالرَّجْع ‘তিনটি বিষয়ে প্রকৃতপক্ষে বললেও এবং ঠাট্টাচ্ছলে বললেও যথার্থ বলে বিবেচিত হবে। বিয়ে, তালাক ও রাজআত (তালাক প্রত্যাহার)’ (তিরমিযী, হা/১১৮৪)। উল্লেখ্য, একসাথে তিন তালাক দিলে এক তালাক হিসেবে গণ্য হবে। এ বিধানই নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে ছিল (ছহীহ মুসলিম, হা/১৪৭২)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine