কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩): হাদীছে আছে, যে ব্যক্তির অন্তরে এক সরিষা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। কিন্তু যার অন্তরে ঈমান এবং অহংকার দুটোই আছে তার কী হবে?যেটা বেশি থাকবে সে অনুযায়ী ফায়সালা হবে কি?

উত্তর: রাসূলুল্লাহ বলেছেন, ‘যার অন্তর সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না আর যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না’ (তিরমিযী, হা/১৯৯৮)। এর ব্যাখ্যা হচ্ছে, অহংকার একটি কাবীরা গুনাহ। এটা কখনো শিরকও হয়। যেমন- ইবলীস যে অহংকার করেছিল তা শিরক ছিল। যদি বান্দার অন্তরে অহংকার থাকে, সে নিঃসন্দেহে কাবীরা গুনাহ করছে আর কাবীরা গুনাহের বিধান হচ্ছে হয় আল্লাহ তা মাফ করে দিবেন, নয়তো এর জন্য সাজা দেবেন। ব্যক্তির ঈমান থাকলে সাজা দেওয়ার পর তাকে গুনাহ থেকে পবিত্র করে জান্নাতে প্রবেশ করানো হবে। এজন্য এই হাদীছের ১ম অংশের অর্থ হচ্ছে কারও অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকলেও সে সরাসরি জান্নাতে যেতে পারবে না, কেননা সে গুনাহগার। আর ২য় অংশের অর্থ হচ্ছে কারও অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান থাকলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে না। একদিন না একদিন সে পাপমুক্তির পর জান্নাতে প্রবেশ করবে। তবে সে ব্যক্তি যদি তওবা করে এবং তার তওবা কবুল হয়, তাহলে সে সরাসরি জান্নাতে যাবে। (আল-হাওয়াশী আলা সুনানি ইবনি মাজাহ, ৫/১২৭)।


Magazine