কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩): আমার স্বামী একটি ৬ শতাংশ জমি কিনেছে মেস করে ছাত্রদের ভাড়া দেওয়ার উদ্দেশ্যে। এখনো মেস বানানো হয়নি, মেস বানাতে আরো ৫-১০ বছর সময় লাগবে। এখন এই ৫-১০ বছরে জমির কি যাকাত দিতে হবে?

উত্তর: জমি ক্রয়ের পর ভাড়া দেওয়ার উদ্দেশ্যে বিল্ডিং তৈরির আগে বা পরে সেই জমির কোনো যাকাত আদায় করতে হবে না। বরং বিল্ডিং বানানোর পর তা থেকে অর্জিত ভাড়া নিছাব পরিমাণ হলে ও তাতে এক বছর অতিক্রম করলে শতকরা ২.৫০ টাকা হারে যাকাত দিতে হবে। আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘বৃষ্টি ও প্রবাহিত পানি দ্বারা সিক্ত ভূমিতে উৎপাদিত ফসল বা সেচ ব্যতীত উর্বরতার ফলে উৎপন্ন ফসলের উপর উশর (এক-দশমাংশ)। আর সেচ দ্বারা উৎপাদিত ফসলের উপর অর্ধ-উশর (বিশ ভাগের এক ভাগ)’ (ছহীহ বুখারী, হা/১৪৮৩)। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যদি তোমার নিকট এক বছরের জন্য দুইশত দিরহাম থাকে, তবে বছরান্তে এর জন্য পাঁচ দিরহাম যাকাত দিতে হবে’ (আবূ দাঊদ, হা/১৫৭৩)।

প্রশ্নকারী : সানজিদা আক্তার সেতু

বাঁশের হাট, দিনাজপুর।

Magazine