কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২) : তামীম আদ-দারী রাযিয়াল্লাহু আনহু দাজ্জালকে একটি দ্বীপে শিকল বন্দি দেখেছেন। এখন প্রশ্ন হলো, এই আধুনিক যুগে, অত্যাধুনিক প্রযুক্তির যুগে এসেও কেন ওই দ্বীপ আবিষ্কার হয়নি? এটা কি গায়েবের বিষয়? গায়েবের বিষয় হলে তামীম আদ-দারি রাযিয়াল্লাহু আনহু ও তার সাথীরা কীভাবে দাজ্জালকে দেখলেন?

উত্তর: দাজ্জাল সম্পর্কিত হাদীছগুলোর ওপর ঈমান আনা মুমিনের অন্যতম একটি গুণ, আর এটি সম্পূর্ণ গায়েবী বিষয়। আর মুমিনের গুরুত্বপূর্ণ একটি গুণ হলো, তারা গায়েব বা অদৃশ্যের ওপর ঈমান আনে (আল-বাকারা, ২/২)। তবে আল্লাহ তাআলা কাউকে কাউকে তার অদৃশ্যের কোনো বিষয় দেখিয়ে থাকেন (আল-জিন, ৭২/২৬)। এটি সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন। তামীম আদ-দারী রাযিয়াল্লাহু আনহু একটি দ্বীপে দাজ্জালকে দেখেছেন, তা তিনি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে বর্ণনা করেছেন, আর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সত্যায়ন করেছেন (ছহীহ মুসলিম, হা/২৯৪২)। মানুষ যতই জ্ঞান-বিজ্ঞানে উন্নতি করুক না কেন মানুষের জ্ঞান সর্বদাই সীমিত। আল্লাহ তাআলা বলেন, আর আপনাকে তারা রূহ সম্পর্কে প্রশ্ন করে। বলুন, ‘রূহ আমার রবের আদেশঘটিত এবং তোমাদেরকে অতি সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে (আল-ইসরা, ১৭/৮৫)। সুতরাং প্রত্যেক মুমিনের কর্তব্য হলো, হাদীসে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে বিশ্বাস স্থাপন করা।

প্রশ্নকারী : আশিকুর রহমান

বাগমারা, রাজশাহী।


Magazine