কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭) : আমার বাবা ঋণগ্রস্ত। আমরা জানি যে, উশর বা যাকাতঋণ পরিশোধের জন্য ঋণগ্রস্তকে দেওয়া যায়। আমার প্রশ্ন হলো, আমাদের ফসলের যে উশর বেরহয়েছে তা কি ঋণ পরিশোধের জন্য আমার বাবাকে দেওয়া যাবে?

উত্তর : না, নিজের পিতাকে যাকাত বা উশর থেকে কিছু দেওয়া যাবে না। বরং নিজের অন্য সম্পদ থেকে পিতার ঋণ পরিশোধের ব্যবস্থা করতে হবে। আর পিতার ঋণ ছেলেদেরকেই পরিশোধ করতে হবে। কেননা ছেলের সম্পদ মূলত পিতারই সম্পদ। আব্দুল্লাহ ইবনু আমর রাযিয়াল্লাহু আনহু বলেন, জনৈক ব্যক্তি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমার সম্পদ ও সন্তান রয়েছে। আমার পিতা আমার সম্পদের মুখাপেক্ষী। তিনি বললেন, ‘তুমি এবং তোমার সম্পদ তোমার পিতার জন্য। তোমাদের সন্তানেরা তোমাদের উত্তম উপার্জন। সুতরাং তোমরা তোমাদের সন্তানদের উপার্জন থেকে ভক্ষণ করো’ (আবূ দাঊদ, হা/৩৫৩০)।’

প্রশ্নকারী: জুবায়ের আলম

দিনাজপুর।


Magazine