কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১): মুযদালিফায় রাত্রি যাপন করে সেখান থেকে কখন রওয়ানা হতে হবে?

উত্তর: মুযদালিফায় রাত্রি যাপন করে সেখানেই ফজরের ছালাত আদায় করে সূর্য উদিত হওয়ার আগেই সেখান থেকে রওয়ানা করবে। জাবির রাযিয়াল্লাহু আনহু-এর দীর্ঘ হাদীছে রয়েছে, অতঃপর ভোর হয়ে গেলে তিনি আযান ও ইকামতসহ ফজরের ছালাত আদায় করলেন। অতঃপর কাসওয়ার পিঠে আরোহণ করে ‘মাশআরুল হারাম’ নামক স্থানে আসলেন। এখানে তিনি কিবলামুখী হয়ে আল্লাহর নিকট দু‘আ করলেন, তার মহত্ব বর্ণনা করলেন, কালিমা তাওহীদ পড়লেন এবং তার একত্ব ঘোষণা করলেন। দিনের আলো যথেষ্ট উজ্জ্বল না হওয়া পর্যন্ত তিনি দাঁড়িয়ে এরূপ করতে থাকলেন (ছহীহ মুসলিম, হা/১২১৮; আবূ দাঊদ, হা/১৯০৫)। উমার ইবনুল খাত্তাব রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুশরিকরা সূর্য না উঠা পর্যন্ত রওয়ানা হতো না। তারা বলত, হে সাবীর! আলোকিত হও আর নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিপরীত করলেন এবং তিনি সূর্য উঠার আগেই রওয়ানা হলেন (ছহীহ বুখারী, হা/১৬৮৪)।

প্রশ্নকারী : রাসেল মাহমূদ

টাঙ্গাইল।


Magazine