কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪) : আমি একজন ব্যবসায়ী। সমস্যার কারণে জামাআতে প্রায় অংশগ্রহণকরতে পারি না; একাকী ছালাত পড়তে হয়। এতে কি আমার গুনাহ হবে?

উত্তর : ব্যবসার কারণে জামাআত ত্যাগ করা কোনো ওযর নয়। বরং জামাআতে ছালাত আদায় করা আবশ্যক। ইবনু আব্বাস ও ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তারা উভয়ে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তাঁর কাঠের মিম্বারের উপর থেকে বলতে শুনেছেন, ‘লোকেরা অবশ্যই যেন জামাআত ত্যাগ করা থেকে বিরত থাকে। অন্যথায় আল্লাহ অবশ্যই তাদের অন্তরে সীলমোহর মেরে দিবেন, অতঃপর তারা বিস্মৃতদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে’ (ইবনু মাজাহ, হা/৯৭৪)। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক অন্ধ লোক নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমাকে ধরে মসজিদে নিয়ে আসার মতো কেউ নেই। অতঃপর তাকে বাড়ীতে ছালাত আদায় করার অনুমতি প্রদান করার জন্য সে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আবেদন জানাল। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাড়ীতে ছালাত আদায় করার অনুমতি দিলেন। কিন্তু যে সময় লোকটি ফিরে যেতে উদ্যত হলো তখন রসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি ছালাতের আযান শুনতে পাও? সে বলল, হ্যাঁ (আমি আযান শুনতে পাই)। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তাহলে তুমি মসজিদে এসে জামাআতে ছালাত আদায় করো’ (ছহীহ মুসলিম, হা/৬৫৩)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অন্ধ ছাহাবীকেও জামাআত ত্যাগ করার ছাড় দেননি। সুতরাং অন্ধত্ব যদি জামাআত ত্যাগ করার ওযর না হয়, তাহলে ব্যবসা তো ওযর হতেই পারে না। তাই ব্যবসাতে ব্যস্ত থেকে জামাআত ত্যাগ করার কোনো অবকাশ নেই। বরং ছালাতের সময় হলে অবশ্যই মসজিদে গিয়ে জামাআতের সাথেই ছালাত আদায় করতে হবে।

প্রশ্নকারী : নূরুল হুদা

সোনারগাঁ, নারায়ণগঞ্জ


Magazine