কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪) : মুছল্লীদের স্মরণ রাখার সুবিধার্থে মসজিদের দেয়ালে ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ লিখে রাখা যাবে কি?

উত্তর : মসজিদে কিংবা গৃহের দেয়ালে মুছল্লীদের দৃষ্টিতে আসে এমন কারুকার্য খচিত নকশা তা ‘কালেমা’ হোক অথবা কুরআনের আয়াত হোক কোন কিছুই রাখা যাবে না। কেননা এগুলো ছালাতের একগ্রতা বিনষ্ট করে। আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদরে ছালাত আদায় করলেন, তাতে নকশা করা ছিল। নকশাগুলোতে তার দৃষ্টি পড়ল। ছালাত শেষ হলে তিনি বললেন, এই চাদরটি তোমরা আবু জাহমের কাছে নিয়ে যাও এবং তার কাছ থেকে আম্বিজানিয়া চাদর নিয়ে আস। কারণ এর নকশাগুলো এখনই আমাকে আমার ছালাত থেকে অমনোযোগী করে দিয়েছে’ (ছহীহ বুখারী, হা/৩৭৩, ছহীহ মুসলিম, হা/৫৫৬)।

-খালিদ বিন খাইআলাইহিমুস সালামল

গোদাগাড়ী, রাজশাহী।


Magazine