উত্তর: আসামিদের লেনদেন কার্যক্রম পরিচালনার জন্য যদি সরকারিভাবে আলাদা দায়িত্বরত কর্মকর্তা থাকে এবং সরকারিভাবে তাদেরকে বেতন দেওয়া হয়, তবে প্রতি হাজারে ১০০ টাকা বা কোনো টাকা কাটা বৈধ হবে না; বরং এটি যুলম হিসেবে গণ্য হবে। আর যদি উক্ত কার্যক্রম পরিচালনার জন্য কোনো নির্ধারিত কর্মকর্তা না থাকে এবং সরকারি কোনো বেতন না দেওয়া হয়, বরং কর্মকর্তারা তাদের নিজ ডিউটির বাইরে সরকার অনুমোদিতভাবে উক্ত কার্যক্রম পরিচালনা করে থাকে, তবে তারা লেনদেনের উকীল হিসেবে আসামি ও তার পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে তাদের সন্তুষ্টিচিত্তে নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ করতে পারবে।
প্রশ্নকারী : হাবিবুর রহমান
বগুড়া।