কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯): আসামিদের পিসি কার্ড থাকে, যেখানে টাকা থাকে। তাদের আত্মীয়-স্বজনরা টাকা দিলে সেটা পিসি কার্ডে লেখে সেটা আসামিকে দেওয়া হয় (ক্যাশ টাকা চলে না)। এখন কথা হলো, অনেক সময় আসামিরা তাদের পরিবারে ফোন দিয়ে টাকা চাইতে বলে যে অমুক আসামি চাইছে, ১০০০ দিলে ১০০ রেখে ৯০০ টাকা আসামিকে দেওয়া হয়।পারিশ্রমিক হিসেবে হাজারে ১০০ রাখা, এটা কি জায়েয হবে?

উত্তর: আসামিদের লেনদেন কার্যক্রম পরিচালনার জন্য যদি সরকারিভাবে আলাদা দায়িত্বরত কর্মকর্তা থাকে এবং সরকারিভাবে তাদেরকে বেতন দেওয়া হয়, তবে প্রতি হাজারে ১০০ টাকা বা কোনো টাকা কাটা বৈধ হবে না; বরং এটি যুলম হিসেবে গণ্য হবে। আর যদি উক্ত কার্যক্রম পরিচালনার জন্য কোনো নির্ধারিত কর্মকর্তা না থাকে এবং সরকারি কোনো বেতন না দেওয়া হয়, বরং কর্মকর্তারা তাদের নিজ ডিউটির বাইরে সরকার অনুমোদিতভাবে উক্ত কার্যক্রম পরিচালনা করে থাকে, তবে তারা লেনদেনের উকীল হিসেবে আসামি ও তার পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে তাদের সন্তুষ্টিচিত্তে নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ করতে পারবে।

প্রশ্নকারী : হাবিবুর রহমান

বগুড়া।

Magazine