কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩) : অনেক ক্লাসে বাধ্যতামূলকভাবে ছবি আকতে হয়। সেক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা কী করতে পারে?

উত্তর : কোনো প্রাণির ছবি আঁকা ইসলামী শরীআতে সম্পূর্ণ নিষিদ্ধ। আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যারা এ জাতীয় (প্রাণির) ছবি তৈরি করে, কিয়ামতের দিন তাদের শাস্তি দেয়া হবে। তাদের বলা হবে, তোমরা যা বানিয়েছিলে তাতে জীবন দাও’ (ছহীহ বুখারী, হা/৫৯৫১)। তবে যদি কেউ আঁকতে একান্ত বাধ্যই হয়, তাহলে প্রাণিটার মাথা আঁকবে না। মহানবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মূর্তি বা ছবি হলো মাথাটাই’। সুতরাং মাথা কেটে দেওয়া হলে সে ছবি বা মূর্তিতে সমস্যা নেই’ (সিলসিলা ছহীহা, হা/১৯২১)।

প্রশ্নকারী: আজমাল হোসাইন

ময়মনসিংহ।


Magazine