কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০) : ‘মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা’এই আয়াতটি মৃত ব্যক্তিকে কবর দেওয়ার সময় পড়া হয়। এটি কি সঠিক?

উত্তর : কবর দেওয়ার সময় উক্ত আয়াত পাঠ করার শারঈ কোনো ভিত্তি নেই। কবর দেওয়ার সময় উক্ত আয়াত পাঠ করা সম্পর্কে মুসনাদে আহমাদে একটি বর্ণনা এসেছে (মুসনাদে আহমাদ, হা/২২১৮৭), কিন্তু তা নিতান্তই দুর্বল, যা আমলযোগ্য নয়। সুতরাং কবর দেওয়ার সময় উক্ত আয়াত পাঠ করা যাবে না। বরং কবর দেওয়ার সময় সাধারণ দু‘আ হিসেবে শুধু ‘বিসমিল্লাহ’ বলে মাটি দিবে।

প্রশ্নকারী : জসিমুদ্দীন খান

ব্রাক্ষণবাড়িয়া।


Magazine