কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭):বর্তমানে ‘Kaaba Umrah Savings Box’ নামে এমন একটি টাকা রাখার বাক্স বাজারে পাওয়া যাচ্ছে, যা কা‘বার হুবহু আদলে তৈরি এবং সেটিকে উমরাহ সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যবহার করতে উৎসাহিত করা হচ্ছে। এটি কি শরীআতের দৃষ্টিতে কা‘বার মর্যাদাহানিকর নয়? কা‘বার আদলে বস্তু বানিয়ে বাণিজ্য করা কি বৈধ?

উত্তর: কা‘বার আদলে কোনো কিছু তৈরি করা যাবে না। কারণ মানুষ সেটির প্রতি সম্মান প্রদর্শন করতে পারে, এমনকি অজান্তেই সেটিকে কেন্দ্র করে ইবাদত শুরু করে দিতে পারে। এতে তাদের শিরকের মতো গুরুতর অপরাধে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এধরনের রেপ্লিকা বানানো একটি পরিত্যাজ্য বিদআত (ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়েমাহ, ১১/১৪)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি এমন কোনো কর্ম করল, যাতে আমাদের নির্দেশনা নেই, তা প্রত্যাখ্যাত হবে’ (ছহীহ মুসলিম, হা/১৭১৮)। কাজেই এই ধরনের বস্তু বানিয়ে বাণিজ্য করাও বৈধ হবে না।

প্রশ্নকারী : মো. আল আমিন

মোহাম্মদপুর, ঢাকা।


Magazine