উত্তর: এটা এক ধরনের রোগ। সুতরাং এর জন্য চিকিৎসা করতে হবে। আর এই রোগের কারণে পেশাব ঝরলে তাতে ছালাতের কোনো ক্ষতি হবে না। আর সম্ভব হলে, কাপড় পরিবর্তন করে ছালাত আদায় করাই ভালো। তবে মুস্তাহাযা মহিলার মতো এমন ব্যক্তিকে প্রতি ওয়াক্তে ওযূ করতে হবে (আবূ দাঊদ, হা/২৮৬)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ
রাজশাহী।