উত্তর: কাযা হোক বা আদা হোক ফরয ছালাতে ইকামত দিতে হবে। ওয়াহহাব বিন কায়ছান রাযিয়াল্লাহু আনহু বলেন, ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা-কে জিজ্ঞাসা করা হয়েছিল, মহিলাদের কি আযান দিতে হবে? তিনি রাগান্বিত হয়ে বললেন, আমি আল্লাহর যিকির করতে নিষেধ করব! (মুছান্নাফে ইবনে আবী শায়বা, হা/২৩৩৮)।
আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয় মুশরিকরা খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার ওয়াক্ত ছালাত আদায় করা থেকে ব্যস্ত করে রাখল। এভাবে রাতের কিছু অংশ অতিক্রম হলে তিনি বেলালকে আযান দিতে বললেন। তিনি আযান ও একামত দিলেন, তিনি যোহরের ছালাত আদায় করলেন। আবার সে ইকামত দিল, তিনি আছরের ছালাত আদায় করলেন। আবার সে ইকামত দিল, তিনি মাগরিবের ছালাত আদায় করলেন। আবার সে ইকাতম দিল, তিনি এশার ছালাত আদায় করলেন (মুছান্নাফে ইবনু আবী শায়বা, হা/৩০৯)।
প্রশ্নকারী : মো. বাবলু
বিরল, দিনাজপুর।