কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪): মোবাইলের অ্যাপে কুরআন মাজীদ ওযূ ছাড়া পড়া যাবে কি?আর ওযূ ছাড়া পড়লে কি নেকী কম হবে?

উত্তর: মোবাইলের অ্যাপে কুরআন মাজীদ ওযূ ছাড়া পড়া যাবে। বরং সরাসরি মুছহাফ ধরেও পড়া যাবে। কুরআন পড়ার জন্য ওযূ করা শর্ত নয় এবং তাতে নেকীও কম হবে না। আয়েশা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় আল্লাহর যিকির করতেন (ছহীহ মুসলিম, হা/৩৭৩)। আর অন্যতম যিকির হচ্ছে কুরআন (মুসতাদরাক আলাস ছহীহাইন, হা/২০৬২)। হজ্জের সময় আয়েশা রযিয়াল্লাহু আনহা-এর হায়েয হলে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ‘অন্যান্য হাজীরা যা করে তুমিও তাই করবে, কিন্তু পবিত্র হওয়া পর্যন্ত বায়তুল্লাহর তাওয়াফ করতে পারবে না’ (ছহীহ মুসলিম, হা/১২১১)।

প্রশ্নকারী : তাছমির রহমান

জামালপুর।


Magazine