কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬) : কোনো সন্তান যদি বুধবারের দিন মাগরিবের পরে জন্মগ্রহণ করে, তাহলে বুধবার তার আক্বীকার দিনের হিসাবের মধ্যে গণ্য হবে না-কি বৃহস্পতিবার থেকে দিন গণনা শুরু হবে?

উত্তর : বৃহস্পতিবার থেকে দিন গণনা আরম্ভ হবে। কেননা আরবী তারিখ শুরু হয় সূর্য ডোবার পর থেকে। সুতরাং বৃহস্পতিবারে জন্ম ধরে ৭ম দিনে আক্বীকা করতে হবে। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা চাঁদ দেখে ছিয়াম ধরো এবং চাঁদ দেখে ছিয়াম ছেড়ে দাও। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে, শা’বান মাসের ত্রিশ দিন পূর্ণ করো’ (ছহীহ বুখারী, হা/১৯০৯; ছহীহ মুসলিম, হা/১০৮১)। উক্ত হাদীছ থেকে বুঝা যায় যে, আরবী তারিখের সম্পর্ক চাঁদের সাথে। আর চাঁদ যেহেতু মাগরিবের পর দেখা যায় সুতরাং আরবী তারিখের হিসাবও মাগরিবের পর থেকে আরম্ভ হবে।

প্রশ্নকারী : আঞ্জারুল ইসলাম

উত্তর দিনাজপুর , ওয়েস্ট বেঙ্গল, ভারত।


Magazine