কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫১) : হোমিও ওষুধ খাওয়া যাবে কি? আমি একটা ওষুধ কিনেছি (NUX VOME 200) ওষুধটিতে Alcohol এর পরিমাণ ৯০ ভাগ। দয়া করে জানাবেন।

উত্তরএই বিষয়ে উলামায়ে কেরামের মাঝে মতের ভিন্নতা রয়েছে। কেননা অ্যালকোহল মূলত মদ। যা নিশ্চিতভাবে হারাম। তারেক ইবনু সুওয়াইদ আল জু‘ফী রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মদ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি তাকে তা ব্যবহার করা থেকে নিষেধ করেন। তখন তিনি বললেন, আমরা তো এটা ঔষুধ হিসেবে করে থাকি? তিনি বললেন, এটা ঔষুধ নয়। বরং তা অসুখ’ (মুসলিম, হা/১৯৮৪)। তাছাড়া হারাম বস্তুর মধ্যে আল্লাহ কোনো আরোগ্য রাখেননি (ছহীহ বুখারী, তরজমাতুল বাব, ৭/১১০; সিলসিলা ছহীহা, ৪/১৭৫)। তাই হোমিও চিকিৎসা থেকে বিরত থাকাই ভালো। তবে যেহেতু এর মধ্যে অ্যালকোহলের পরিমাণ খুবই সামান্য থাকে, যা সেবনে নেশা সৃষ্টি হয় না, বিধায় অনেক বিদ্বান এটাকে জায়েয বলেছেন (ফাতাওয়া লাজনা দায়েমা, ১/২২/১১০)।

প্রশ্নকারী :  মো. মহিদুল ইসলাম

বিসমিল্লাহ গোট ফার্ম, যশোর।


Magazine