কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭): নিষিদ্ধ সময়ে তাহিয়্যাতুল মাসজিদ আদায় করা যাবে কি?

উত্তর: তাহিয়্যাতুল মাসজিদ সর্বদাই আদায় করা যাবে, এমনকি নিষিদ্ধ সময়েও আদায় করা যাবে। কেননা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন দুই রাকআত ছালাত আদায় করা পর্যন্ত না বসে’ (ছহীহ বুখারী, হা/১১৬৩; ছহীহ মুসলিম, হা/৭১৪)। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ‘হে আবদ মানাফের বংশধরগণ! তোমরা কোনো লোককে রাত ও দিনের যে কোনো সময় ইচ্ছা বায়তুল্লাহ তাওয়াফ করতে এবং ছালাত আদায় করতে বাধা দিও না’ (তিরমিযী, হা/৮৬৮; ইবনু মাজাহ, হা/১২৫৪)। এই হাদীছগুলোতে দিন ও রাতের যেকোনো সময়েই তাহিয়্যাতুল মাসজিদ আদায় করার কথা বলা হয়েছে। সুতরাং নিষিদ্ধ সময়েও তাহিয়্যাতুল মাসজিদ আদায় করা যাবে।

প্রশ্নকারী : মাহিফ

যশোর।


Magazine