উত্তর: রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না এই কথা কুরআন ও ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। আল্লাহ বলেন, (হে নবী) বলুন, আমি তোমাদের বলি না যে, আমার নিকট আল্লাহর ভাণ্ডারসমূহ আছে। আর আমি গায়েবও জানি না এবং তোমাদেরকে এও বলি না যে, আমি ফেরেশতা, আমার প্রতি যা অহীরূপে প্রেরণ করা হয়, আমি তো শুধু তারই অনুসরণ করি (আল-আনআম, ৬/৫০)। আল্লাহ আরো বলেন, (হে নবী) বলুন, আল্লাহ যা ইচ্ছে করেন তা ছাড়া আমার নিজের ভালো-মন্দের উপরও আমার কোনো অধিকার নেই। আমি যদি গায়েবের খবর জানতাম, তবে তো আমি অনেক কল্যাণ লাভ করতাম এবং কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করতো না। ঈমানদার সম্প্রদায়ের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা ছাড়া আমি তো আর কিছুই নই (আল-আ‘রাফ, ৭/১৮৮)। তবে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আল্লাহ তাআলা যতটুকু জানিয়ে দিতেন তিনি ততটুকুই জানতেন। আল্লাহ তাআলা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বদরের যুদ্ধের ফলাফলের স্থান, আবূ জাহেলের মৃত শরীর পতিত হওয়ার স্থান জানিয়ে দিয়েছিলেন বলেই তিনি সেগুলো জানতে পেরেছিলেন এবং লোকদেরকে জানিয়ে দিয়েছিলেন। যেমন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময়ে সেই দুটি কবরে শাস্তি হওয়ার কথা অহীর মাধ্যমে জানিয়েছিলেন (ছহীহ বুখারী, হা/২১৬, ছহীহ মুসলিম, হা/২৯২)।
প্রশ্নকারী : সাকিব আলম
মঠবাড়ীয়া, পিরোজপুর।