কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭) : নিষিদ্ধ সময়ে তাহিয়্যাতুল মসজিদ আদায় করা যাবে কি? দলীল সহ জানতে চাই।

উত্তর : যেসময় ছালাত আদায় করতে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেগুলো ছালাতের নিষিদ্ধ সময়। উকবা বিন আমের জুহানী রযিয়াল্লাহু আনহু বলেন, তিনটি সময়ে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছালাত আদায় করতে এবং মৃতদের দাফন করতে নিষেধ করেছেন- সূর্য উদয়ের সময়, যতক্ষণ না তা পুরোপুরি উপরে উঠে যায়। সূর্য মধ্যাকাশে থাকা অবস্থায়, যতক্ষণ না তা পশ্চিমাকাশে ঢলে পড়ে। আর যখন সূর্য অস্ত যায়’ (ছহীহ মুসলিম, হা/২৯৩)। এসময়গুলোতে সাধারণ নফল ছালাত আদায় নিষিদ্ধ। কিন্তু যে সকল ছালাত বিশেষ কোনো ‘কারণ’ এর প্রেক্ষিতে পড়া হয়, সেগুলো উক্ত কারণ পাওয়ার সাথে সাথে নিষিদ্ধ সময়েও পড়া যায়। বিলম্ব করার সুযোগ থাকে না। যেমন- তাহিয়্যাতুল অযূ, তাহিয়্যাতুল মাসজিদ, ছালাতুল কুসূফ বা চন্দ্র ও সূর্যগ্রহণের ছালাত ইত্যাদি। কেননা বিলম্ব করলে উক্ত কারণগুলোর মূল্যায়ন থাকে না। নিষিদ্ধ সময় মসজিদে প্রবেশ করার কারণে কেউ যদি ১৫ মিনিট দেরি করে তাহিয়্যাতুল মাসজিদ আদায় করে তাহলে শরীআতের বিধানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হবে না। আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার পূর্বে দুই রাকআত ছালাত আদায় করে নেয়’ (ছহীহ বুখারী, হা/৪৪৪)।

প্রশ্নকারী : মাহিফ

যশোর।


Magazine