কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০) : ইমাম সাহেব তাবীয বিক্রি করে ও নবীকে হাযির-নাযির বলে বিশ্বাস করেন তার পিছনে কি ছালাত আদায় করা যাবে?

উত্তর : তাদের পিছনে ছালাত আদায় করা যাবে না। কেননা তাবীয ব্যবহার করা শিরক। আর তা বিক্রয় করাও শিরকের কাছে সহযোগিতা করার শামিল। অথচ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তাবীয-ক্ববয লটকালো সে শিরক করল (মুসনাদে আহমাদ, হা/১৭৪৫৮)। তাছাড়া রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে হাযির-নাযির বলে বিশ্বাস করা আক্বীদাগত মারাত্মক ভুল। হাযির-নাযির অর্থ তিনি সব জায়গায় উপস্থিত থাকতে পারে এবং সবকিছু দেখতে পারে। অথচ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয় তোমার মৃত্যু হবে এবং ওদেরও মৃত্যু হবে’ (আয-যুমার, ৩৯/৩০)। যদি তিনি যখন যেখানে ইচ্ছা হতে পারতেন, তাহলে মুমিনদের পক্ষ থেকে যে দরূদ পাঠ করা হয়, তা পৌঁছানোর দায়িত্বে ফেরেশতাদের পালন করতে হতো না। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমাদের দরূদ ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে পৌঁছানো হয় (নাসাঈ, হা/১২৮২; সিলসিলা ছহীহা, হা/২৮৫৩; দারেমী, হা/২৮১৬; মিশকাত, হা/৯২৪)।

প্রশ্নকারী :  ইকরামুল হক, মুর্শিদাবাদ, ভারত; ও গোলাম নূর, মোহনপুর, রাজশাহী।


Magazine