কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : ছোট শিশুদেরকে মসজিদে জামাআতের সাথে ছালাত আদায় করার সময় নিয়ে আসা যাবে কি?

উত্তর: ছোট শিশুদেরকে মসজিদে নিয়ে যাওয়াতে কোনো বাধা নেই। আবূ কাতাদা রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ইমামতি করতে দেখেছি। এমতাবস্থায় নাতনী উমামা বিনতু আবূল আছ তাঁর কাঁধে থাকত। তিনি যখন রুকূতে যেতেন উমামাকে নিচে নামিয়ে রাখতেন। আবার যখন তিনি সিজদা হতে মাথা উঠাতেন, তখন তাকে কাঁধে উঠিয়ে নিতেন (ছহীহ বুখারী, হা/৫৯৯৬; ছহীহ মুসলিম, হা/৫৪৩)। তবে ছোট বাচ্চাদেরকে সম্ভবপর শান্ত করার চেষ্টা করবে। কিন্তু তাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে না।

প্রশ্নকারী :আব্দুস সামাদ

রাজশাহী।


Magazine