কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২) : দুনিয়া থেকে জান্নাতের সুবাস পাওয়া সম্ভব কি? কোনো ছাহাবী কি দুনিয়াতে জান্নাতের সুবাস পেয়েছেন?

উত্তর: দুনিয়াতে জান্নাতের সুবাস পাওয়া সম্পর্কে কথিত বক্তাদের মুখে যে কথা সমাজে ছড়ানো হচ্ছে সেটি তাদের মিথ্যা দাবী মাত্র। কেননা কোনো ছাহাবী, তাবেঈন বা তাবে-তাবেঈন হতে এরুপ কোন প্রমাণ পাওয়া যায় না। আল্লাহ তায়ালা বলেন, ﴿إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ ‌فَتَبَيَّنُوا﴾ ‘তোমাদের নিকট কোন ফাসেক্ব কোন সংবাদ নিয়ে আসলে, তা যাচাই করে দেখ (আল-হুজরাত, ৪৯/৬)। আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ঠ যে, সে যা শুনবে তার সত্যতা যাচাই না করে তাই বলবে (মুসিলম, হা/৫; আবূ দাউদ, হা/৪৯৯৪; মিশকাত, হা/১৫৬)। ইমাম বুখারী রহিমাহুল্লাহ-কে কবরে কাফন-দাফন করার পর তার কবর হতে সুগন্ধি বের হওয়ার কারণে মানুষেরা কবরের মাটি নেওয়ার জন্য প্রচন্ড ভীড় করতে লাগলো বলে বুখারীর ভূমিকায় যে কথা প্রচলিত আছে তার সঠিক তথ্য প্রমাণিত নয়।

প্রশ্নকারী : তাজুল ইসলাম

জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর, গাজীপুর সিটি।

 

Magazine