কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬): সিজদায় এই দু‘আটি পড়তে পারব কিনা? আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নাকা আংতাল্লাহু, লা ইলাহা ইল্লা আংতাল আহাদুস সামাদ, আল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ।

উত্তর: সিজদায় কুরআনে বর্ণিত দু‘আ ব্যতীত হাদীছের দু‘আগুলোর মাধ্যমে দু‘আ করা যাবে। সিজদার অনেক দু‘আ রয়েছে- ১. সুবহানা রব্বিয়াল আ‘লা ও বিহামদিহী। (আবূ দাঊদ, হা/৮৭০)। ২. সুবহানাকাল্লা-হুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লা-হুম্মাগফির লী (ছহীহ বুখারী, হা/৪২৯৩)। ৩. সুব্বূহুন কুদ্দূসুন রাব্বুল মালাইকাতি ওয়াররূহ (ছহীহ মুসলিম, হা/৪৮৭)। ৪. সুবহা-নাযিল জাবারূতি, ওয়াল মালাকুতি, ওয়াল কিবরিয়া-ই ওয়াল আযামাতি (আবূ দাঊদ, হা/৮৭৩)। এ দু‘আর ব্যাপারে হাদীছে এসেছে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনু বুরায়দা রাযিয়াল্লাহু আনহু হতে তার পিতা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেন, হে আল্লাহ! আমি তোমার কাছে চাই, আমি সাক্ষ্য দেই যে, তুমিই আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমি একক, তুমি ঐ সত্তা যে, তুমি কারো হতে জন্ম নাওনি এবং কাউকে জন্মও দাওনি, কেউই তোমার সমকক্ষ নয়। তিনি বললেন, ‘তুমি এমন নামে আল্লাহর কাছে চেয়েছ, যে নামে চাওয়া হলে তিনি দান করেন এবং যে নামে ডাকা হলে সাড়া দেন (আবূ দাঊদ, হা/১৪৯৩)। সুতরাং এ দু‘আ দ্বারা সিজদায় দু‘আ করা যাবে।

প্রশ্নকারী : মোহাম্মদ জসীম উদ্দিন রায়হান

পশ্চিম শহীদ নগর, অক্সিজেন, বায়েজীদ, চট্টগ্রাম।


Magazine