কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬) : আমি আমার মায়ের একমাত্র মেয়ে। মা আমার সাথেই থাকে, কিন্তু আমার শাশুড়ি আমার মাকে অপমান করে। এক্ষেত্রে আমার করণীয় কী?

উত্তর : প্রতিটি মানুষের সাথে সুন্দর আচরণ করা ঈমানের অন্যতম শিক্ষা। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ব্যাপারে আল্লাহ বলেন, ‘আর নিশ্চয়ই আপনি সুন্দর চরিত্রের অধিকারী’ (আল-কলাম, ৬৮/৪)। এমনকি কারো সঙ্গে কেউ খারাপ আচরণ করলেও তার ভালো ব্যবহার করা উচিত, আত্মীয়স্বজন সুন্দর আচরণ পাবার বেশি হক্ব রাখে। কেননা কিয়ামতের দিন কর্ম বিচারের পাল্লায় বান্দার সবচেয়ে ভারি ও মূল্যবান কর্ম হবে (মানুষের) সুন্দর আচরণ (তিরমিযী, হা/১০১৬)। কাউকে অপমান অবশ্যই নিন্দনীয় একটি কাজ। এক্ষেত্রে তাকে বুঝাতে হবে এবং উত্তম আচরণের মাধ্যমে তার ভুল বুঝিয়ে দিতে হবে। খারাপের প্রতিদান আল্লাহ ভালো দিয়ে দিতে বলেছেন। আল্লাহ বলেন, ‘যা উত্তম তা দিয়ে মন্দ প্রতিহত কর; তারা যা বলে আমি তা সম্পর্কে অধিক জ্ঞানী (মুমিনুন, ২৩/৯৬)।

প্রশ্নকারী : জেবুন্নেছা

কালিগঞ্জ, সাতক্ষীরা।


Magazine