কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬): চাকরির কারণে আমি ঢাকায় থাকি, স্ত্রী থাকে গ্রামে। প্রায় এক বছর আলাদা থাকায় স্ত্রী বলে আমি তার হক্ব নষ্ট করছি। কিন্তু তাকে ঢাকায় নিয়ে আসার বা আমার গ্রামে থাকার সামর্থ্য নেই। এ অবস্থায় আমার করণীয় কী?

উত্তর: উভয়ের সম্মতিতে ও উভয়ের যোগাযোগের ভিত্তিতে স্বামী-স্ত্রী আলাদা থাকা যায়। বরং এতে কেউ বাড়াবাড়ি করলে একজন অপরজনের প্রতি যুলম করা হবে। আর্থিক অবস্থা অনুকূলে হলে স্ত্রীকে সাথে রাখাই উত্তম। এ অবস্থায় আপনার জন্য আমাদের পরামর্শ- ১. সামর্থ্য না থাকলে, সময়ভিত্তিক ভারসাম্য করুন। আপনি যদি পুরোপুরি গ্রামে গিয়ে থাকতে না পারেন, তাহলে মাসে বা দুই মাসে একবার হলেও কয়েকদিনের জন্য স্ত্রীকে সময় দিন। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ কোনো প্রাণকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না’ (আল-বাকারা, ২/২৮৬)। ২. ভবিষ্যতে স্ত্রীর সাথে থাকার ব্যবস্থা করার পরিকল্পনা করুন এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। ৩. স্ত্রীর সাথে দৈনন্দিন নিয়মিত যোগাযোগ চলমান রাখুন।

প্রশ্নকারী : মাহফুজুর রহমান

বাগমারা, রাজশাহী।


Magazine