কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২): আমাদের মসজিদে কোনো এক ব্যাক্তি পাঁচ ওয়াক্ত ছালাতের সময়সূচি অর্থাৎ ডিজিটাল ঘড়ি দান করেছে, যা অত্যন্ত চাকচিক্য এবং সকল সময় রঙিন আলো জলে। ঘড়িটি ইমামের ডান পাশে ঝুলিয়ে রাখা হয়েছে, যা নিয়ে মুছল্লীদের দ্বিমত রয়েছে। ঘড়িটি ঐ স্থানে রাখা যাবে কি-না?

উত্তর: এমন রঙিন ও চাকচিক্য ঘড়ি মুছল্লীদের সামনে ঝুলিয়ে রাখা যাবে না। কেননা এতে ছালাতের একাগ্রতা নষ্ট হয় আর মনোযোগ নষ্ট করে এমন কিছু মসজিদে রাখা যাবে না। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি কারুকার্য খচিত চাদর পরিধান করে ছালাত আদায় করছিলেন। ছালাতের মধ্যেই চাদরের কারুকার্যের প্রতি তাঁর দৃষ্টি পড়ল। ছালাত শেষে তিনি বললেন, ‘আমার এই চাদরটা আবূ জাহমের নিকট নিয়ে যাও এবং তার কাছ থেকে আমবিজানিয়্যাহ (কারুকার্য ছাড়া মোটা চাদর) নিয়ে এসো। এটা আমাকে ছালাত হতে অমনোযোগী করে দিচ্ছিল’ (ছহীহ বুখারী, হা/৩৭৩)। এছাড়া রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে চাকচিক্য করতে নিষেধ করেছেন (আবূ দাঊদ, হা/৪৪৯)। তাই ‍উক্ত ঘড়ি সরিয়ে ফেলতে হবে বা পিছনের দিকে রাখতে হবে।
প্রশ্নকারী: রবিউল ইসলাম

পুঠিয়া, রাজশাহী।


Magazine