উত্তর: দেশকে মা হিসেবে সম্বোধন করা হিন্দুদের সংস্কৃতি। হিন্দুধর্মে ‘ভারত মাতা’ একটি দেবী বা মূর্তিরূপে পূজা করা হয়, যা সুস্পষ্ট শিরক। তাই কোনো মুসলিম এগুলো বলতে পারে না। আর দেশকে মা সম্বোধন করার কোনো যুক্তি বা কারণ নেই। ইসলামে মা শুধু তিনিই, যিনি তাকে জন্ম দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ‘তাদের মা তো কেবল তারাই, যারা তাদের জন্ম দিয়েছে’ (আল-মুজাদালা, ৫৮/২)।
প্রশ্নকারী : তালহা, খুলনা।