কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১): নারীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চুল কাটা বা ছাড়ার নিয়ম কী? চুল কাটলে কি গুনাহ হবে?

উত্তর: জন্মের সপ্তম দিনে ছেলেমেয়ে সকলের চুল মুণ্ডন করতে হবে। তবে সপ্তম দিনের পর মেয়েদের চুল ন্যাড়া করতে হবে মর্মে কোনো হাদীছ নেই। বরং লম্বা রাখাই ভালো। তবে কিছু ছোট করতে পারে। আবূ মূসা আশআরী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুণ্ডনকারী নারী থেকে দায়মুক্তি ঘোষণা করেছেন (ছহীহ বুখারী, হা/১২৯৬)। আবূ সালামা রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীগণ মাথার চুল কেটে রাখতেন, তা ওয়াফরা এর ন্যায় হয়ে যেত (ঘাড় বরাবর লম্বা চুলই ওয়াফরা) (ছহীহ মুসলিম, হা/৩২০)। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সাদৃশ্য গ্রহণকারী পুরুষ এবং পুরুষদের সাদৃশ্য গ্রহণকারী নারীর প্রতি অভিসম্পাত করেছেন (ছহীহ বুখারী, হা/৫৮৮৫)। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত’ (আবূ দাঊদ, হা/৪০৩১)।

প্রশ্নকারী : সাকিরুল ইসলাম

শুক্রবাড়ী, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine