কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২): আধুনিক প্রযুক্তির মাধ্যমে যদি কোনো মসজিদের কিবলা ভুল প্রমাণিত হয়, তাহলে সেই মসজিদে ছালাত আদায় করলে ছালাত আদায় হবে কি?

উত্তর: কা‘বা থেকে দূরবর্তীদের জন্য কা‘বা যেই দিকে আছে সেই দিকে মুখ করে ছালাত আদায় করলেই তা যথেষ্ট হবে (আল-বাকারা, ২/১৪৪)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী দিকে কিবলা অবস্থিত’ (তিরমিযী, হা/৩৪২, ইবনু মাজাহ, হা/১০১১)। সুতরাং কিবলা যেই দিকে রয়েছে মুছল্লী যদি সেই দিকে ফিরে ছালাত আদায় করে, তাহলে সেই ছালাত সঠিক হবে, যদিও তা সরাসরি কিবলার বরাবর না হয়। তবে সম্ভবপর মসজিদের কাতারগুলো কিবলা বরাবর সোজা করে নেওয়া কর্তব্য, যদিও দেখতে অসুন্দর দেখায়।

প্রশ্নকারী :মো. হুযায়ফা

পুঠিয়া, রাজশাহী।


Magazine