কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩): মসজিদের দেওয়ালে ‘সামনের কাতার পূরণ করুন এবং মোবাইল ফোন বন্ধ রাখুন’ এভাবে লেখা যাবে কি?

উত্তর: এগুলো মসজিদের সামনে লিখে রাখা যাবে না। কারণ এতে মুছল্লীদের দৃষ্টি সেদিকে নিবদ্ধ হয় এবং তাদের ছালাতের মাঝে বিঘ্ন ঘটে (ছহীহ বুখারী, হা/৩৭৩)। তবে মসজিদে মুছল্লীদেরকে ‘কাতার সোজা করুন ও সামনের কাতার পূরণ করুন’ বলা শরীআতসম্মত ও সুন্নাত। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কাতার সোজা করার ব্যাপারে জোর দিতেন এবং বলেন, سووا صفوفكم، فإن تسوية الصف من تمام الصلاة. ‘তোমরা কাতার সোজা করো, কেননা কাতার সোজা করা ছালাতের পরিপূর্ণতার অন্তর্ভুক্ত’ (ছহীহ বুখারী, হা/৭২২)। ইমাম ছাহেব এই বাক্যগুলো বলবেন। কিন্তু মসজিদের দেওয়ালে ‘সামনের কাতার পূরণ করুন এবং মোবাইল ফোন বন্ধ করুন’ লিখে রাখা যাবে না।

প্রশ্নকারী : আকিমুল ইসলাম

জোতপাড়া, ঠাকুরগাঁও। 


Magazine