কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮) : তাকবীরে তাহরীমা ও রাফউল ইয়াদায়েন করার সময় হাতের আঙ্গুল খোলা থাকবে না-কি পরস্পরের সাথে মিলানো থাকবে, আর হাতের তালু কী অবস্থায় থাকবে?

উত্তরঅনেক মানুষ ছালাতে রফউল ইয়াদাইন করার সময় হাতের আঙ্গুলসমূহকে মিলিয়ে রাখাকে বাধ্য মনে করে মিলিয়ে রাখে আবার অনেকে একেবারে ফাঁকা করে রাখে, যার কোনোটি সঠিক নয়। বরং তাকবীরে তাহরীমা ও রফউল ইয়াদায়েন করার সময় হাতের আঙ্গুল কিবলামুখী ও স্বাভাবিক অবস্থায় থাকবে (শারহু যাদুল মুসতাক্বনে‘, ১৩/৩৮ পৃ.)। হাতের আঙ্গুল কাঁধ অথবা কানের লতি বরাবর উঠাবে। সালেম ইবনু আব্দুল্লাহ তার পিতার সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছালাত শুরু করতেন, রুকুতে যেতেন ও রুকু থেকে উঠতেন। আর তিনি সিজদায় এমনটি করতেন না। তখন হস্তদ্বয় কাঁধ বরাবর উঠাতেন (ছহীহ বুখারী, হা/৭৩৫)। মালেক ইবনু হুয়ারিছ রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাফউল ইয়াদায়েন করতেন, তখন তাঁর হস্তদ্বয় কান বরাবর উঠাতেন এবং যখন রুকু করতেন, তখনও অনুরূপ করতেন। আর যখন রুকু থেকে মাথা উঠাতেন, তখন বলতেন, ‘সামি‘আল্লা-হু লিমান হামিদা’। তখন অনুরুপ হাত উঠাতেন (ছহীহ মুসলিম, হা/৩৯১)।


প্রশ্নকারী : মিনহায পারভেজ, হড়গ্রাম, রাজশাহী।

Magazine