কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯): ইসরাঈলের জুলমের পেছনে আমেরিকার সহায়তা স্পষ্ট। এই জুলমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিমদের করণীয় কী? কবে এই জুলমের বিরুদ্ধে যুদ্ধ করা ফরয হবে?

উত্তর: ইসরাঈল দীর্ঘদিন ধরে ফিলিস্তীনীদের উপর জমি দখল, ঘরবাড়ি ধ্বংস, শিশু, নারী ও সাধারণ মানুষ হত্যা, পবিত্র মসজিদ আল-আক্বছা অবমাননা ইত্যাদি জুলম করে আসছে। আর বর্তমানে ফিলিস্তীনে আক্রমণ করে ফিলিস্তীনের নাম নিশানা নিশ্চিহ্ন করার পায়তারা করছে। আর বিশ্বমোড়ল আমেরিকা ও তার মিত্র রাষ্ট্রগুলো অস্ত্র, অর্থ ও কূটনৈতিক সমর্থন দিয়ে এই জুলমকে উৎসাহিত করছে। এমন পরিস্থিতিতে মুসলিমদের করণীয় হলো তাদের সাধ্যানুযায়ী বিভিন্নভাবে এ জুলমের প্রতিরোধ করা। নিচে কিছু পয়েন্ট তুলে ধরা হলো- ১. মুসলিম দেশগুলো একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করা (আন-নিসা, ৪/৭৫)। ২. আর্থিক সাহায্য করা (আত-তওবা, ৯/৬০)। ৩. দু‘আ করা। মহান আল্লাহ বলেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব’ (আল-মুমিন, ৪০/৬০)। বিশেষ করে রাতের শেষ ভাগে দু‘আ করা (ছহীহ বুখারী, হা/১০৯৪; ছহীহ মুসলিম, হা/৭৫৮)। ৩. প্রতিবাদ করা (আবূ দাঊদ, হা/৪৩৪৪)। ৪. তাদের পণ্য বর্জন করা (আল-মায়েদা, ৫/২)।

প্রশ্নকারী : মিনহাজ আহম্মেদ সুজন

গোদাগাড়ী, রাজশাহী।


Magazine