কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭) : এক ব্যক্তি রাগের মাথায় স্ত্রীকে তালাক দেয়। ফলে জনৈক মুফতী ছাহেবের শরণাপন্ন হলে তালাক কার্যকর হয়েছে মর্মে তিনি ফতওয়া দেন। তখন থেকে আজ প্রায় দুই বছর তারা সম্পূর্ণ পৃথক। বর্তমানে কি তারা পুনরায় ঘর-সংসার করতে পারবে? যদি পারে তাহলে কি পুনরায় বিবাহ জরুরী?

উত্তর : এর পূর্বে যদি তালাক না হয়ে থাকে তাহলে এক্ষেত্রে এক তালাক হিসেবে গণ্য হবে (আল-বাকারা, ২/২২৯)। আর যেহেতু মহিলার ইদ্দত পার হয়ে গেছে, তাই সেই মহিলা স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই অবস্থায় তারা নতুন মোহর দিয়ে আবার বিবাহ করার মাধ্যমে ঘর সংসার করতে পারবে (বুখারী, হা/৪৫২৯; আবূ দাঊদ, হা/২০৮৭; সুনানুল কুবরা, নাসাঈ, হা/১০৯৭৪)।

প্রশ্নকারী : আনিসুর রহমান

কুষ্টিয়া।


Magazine