উত্তর : এর পূর্বে যদি তালাক না হয়ে থাকে তাহলে এক্ষেত্রে এক তালাক হিসেবে গণ্য হবে (আল-বাকারা, ২/২২৯)। আর যেহেতু মহিলার ইদ্দত পার হয়ে গেছে, তাই সেই মহিলা স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই অবস্থায় তারা নতুন মোহর দিয়ে আবার বিবাহ করার মাধ্যমে ঘর সংসার করতে পারবে (বুখারী, হা/৪৫২৯; আবূ দাঊদ, হা/২০৮৭; সুনানুল কুবরা, নাসাঈ, হা/১০৯৭৪)।
প্রশ্নকারী : আনিসুর রহমান
কুষ্টিয়া।