কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩): আমি একটা টিউশনি করাই। ওই পরিবারের একজন লোক কোনো এক দরবার শরীফের পীর। কথা প্রসঙ্গে জানতে পারেন যে আমি মাস্টার্স কমপ্লিট করেছি। চাকরির জন্য বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছি ও প্রস্তুতি নিচ্ছি। পরে উনি নিজ থেকে কিছু একটা লিখে আমাকে দিয়ে বলল, যেখানে নদীর স্রোত আছে সেই নদীর পানিতে এই লেখাটা ফেলার জন্য। এমতাবস্থায় আমি খুবই দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে আছি। যদি এটা পানিতে ফেলি, তাহলে কি আমি ভুল বা পাপ কাজ করব? এখন আমার করণীয় কী?

উত্তর: এই চিরকুট এভাবে পানিতে ফেলা যাবে না। কেননা তা শিরকের অন্তর্ভুক্ত। অদৃশ্যের জ্ঞান ও মানুষের তাকদীরের ভালো-মন্দের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। তিনি ছাড়া আর কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন, ‘গায়েবের চাবিকাঠি একমাত্র তাঁরই হাতে। তিনি ছাড়া অন্য কেউ গায়েব জানে না’ (আল-আনআম, ৬/৫৯)। ভবিষৎবাণী করা, কাগজে কিছু লিখে দেওয়া, সফলতার সোপান হাতে ধরিয়ে দেওয়া, গায়েব জানার দাবী করা ইত্যাদি মানুষের ধর্মীয় আবেগকে ব্যবহার করে ধর্মব্যবসার এক বড় মাধ্যম, যা শিরক। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি কোনো গণকের নিকট গমন করে তার কথায় বিশ্বাস করল, সে মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করল’ (মুছান্নাফ ইবনু আবী শায়বা, হা/১৭৬৫১)। সুতরাং এমন কোনো কিছু বিশ্বাস করা যাবে না এবং তা পানিতে ফেলাও যাবে না। বরং সর্বক্ষেত্রেই আল্লাহর কাছেই চাইতে হবে এবং তাঁরই উপর ভরসা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট’ (আত-তালাক্ব, ৬৫/৩)।

প্রশ্নকারী :  রাশেদুর রহমান

চৌদ্দগ্রাম, কুমিল্লা।


Magazine