উত্তর: ইসলামের কোনো বিধানকে নিয়ে কটাক্ষ করা কুফরী, যা সেই ব্যক্তিকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ‘আর আপনি তাদেরকে প্রশ্ন করলে অবশ্যই তারা বলবে, আমরা তো আলাপ-আলোচনা ও খেল-তামাশা করছিলাম মাত্র। বলুন, তোমরা কি আল্লাহ, তাঁর আয়াতসমূহ ও তাঁর রাসূলকে বিদ্রূপ করছিলে? তোমরা ওজর পেশ করো না, তোমরা তো ঈমান আনার পর কুফরী করেছ’ (আত-তাওবা, ৯/৬৫-৬৬)। অতএব কোনো লোক পর্দার বিধান নিয়ে কটাক্ষ করলে সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। তাকে তওবা করে আবার নতুনভাবে ঈমান আনতে হবে।
প্রশ্নকারী : শাহরিয়ার রাফি
রাজবাড়ী সদর, রাজবাড়ী।