কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬): হিন্দুদের পূজার খাবার খাওয়া কি জায়েয? যেমন লাড়ু, মিষ্টি,মোয়াইত্যাদি।

উত্তর: কোনো মুসলিমের জন্য অমুসলিমদের ধর্মীয় উৎসবের উদ্দেশ্যে তৈরি করা খাবার খাওয়া জায়েয নয়। এমনকি তাদের ধর্মীয় উৎসবের উদ্দেশ্যে তাদের থেকে হাদিয়া গ্রহণ করাও জায়েয নয়। কেননা এর মাধ্যমে তাদেরকে সম্মান করা হয়, তাদের শিরকী কাজে সহযোগিতা করা হয়, যা নিষিদ্ধ (আল-মায়েদা, ৫/২)। তাছাড়া এর মাধ্যমে তাদের সাথে বন্ধুত্বের বিষয়টি প্রমাণিত হয়। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! মুমিনগণ ছাড়া কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কি নিজেদের উপর আল্লাহর প্রকাশ্য অভিযোগ কায়েম করতে চাও’ (আন-নিসা, ৪/১৪৪)। আল্লাহ তাআলা আরো বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা আমার শত্রু ও তোমাদের শক্ৰকে বন্ধুরূপে গ্ৰহণ করো না, তোমরা কি তাদের প্রতি বন্ধুত্বের বার্তা প্রেরণ করছ; অথচ তারা তোমাদের কাছে যে সত্য এসেছে তা প্রত্যাখ্যান করেছে, রাসূলকে এবং তোমাদেরকে বহিষ্কার করেছে’ (আল-মুমতাহিনা, ৬০/১)। সুতরাং কোনো মুসলিমের জন্য অমুসলিমদের ধর্মীয় উৎসবের উদ্দেশ্যে তৈরি করা খাবার খাওয়া জায়েয নয়।

প্রশ্নকারী : আসিফ আব্দুল্লাহ

নাটোর।


Magazine