কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪): পর্দা করার ক্ষেত্রে কি পা ঢাকা ফরয? ছালাতের সময় পা ঢাকার বিধান কী?

উত্তর: স্বাধীন মহিলার উপর সমস্ত শরীর ঢেকে রাখা ফরয। কেননা মহিলার সমস্ত শরীর পর্দার অন্তর্ভুক্ত। ছালাতের সময় মেয়েদের পায়ের পাতা প্রকাশ হলেও ছালাত হয়ে যাবে। কেননা পা এমনিতেই প্রকাশ হওয়ার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, وَلَا ‌يُبدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنهَا ‘মহিলারা তাদের সৌন্দর্য প্রকাশ করতে পারবে না তবে এমনিতেই যা প্রকাশ পায়’ (আন-নূর, ২৪/৩১; মাজমুঊল ফাতাওয়া ইবনে তাইমিয়াহ, ২২/১১৪-১২০)।

প্রশ্নকারী : নুরুন নাহার

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।


Magazine