কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : আমার জানা মতে, হাদীছে গোবর ও হাড় দিয়ে কুলুখ করতে নিষেধ করা হয়েছে। এই কথা কি সঠিক? আর যদি সঠিক হয়, তাহলে এই নিষেধাজ্ঞার পিছনে হিকমত কী?

উত্তর: হ্যাঁ, গোবর ও হাড় দিয়ে কুলুখ করা নিষেধ হওয়া সম্পর্কিত কথাটি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। আর এটি নিষেধ হওয়ার কারণ বর্ণনা করে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এগুলো জিনদের খাবার। আব্দুল্লাহ ইবনু মাসঊদ রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা শুকনা গোবর ও হাড় দিয়ে শৌচকর্ম করো না। কেননা এসব তোমাদের ভাই জিনদের খোরাক’ (তিরমিযী, হা/১৮; ছহীহুল জামে, হা/৭৩২৫)। অন্য বর্ণনাতে আছে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল জিনদেরকে বলেছিলেন, ‘যে জন্তু আল্লাহর নামে যবেহ করা হয়েছে তার হাড় তোমাদের খাদ্য। তোমাদের হাতের স্পর্শে তা পুনরায় মাংসে পরিপূর্ণ হয়ে যাবে। উটের বিষ্ঠা তোমাদের পশুর খাদ্য’ (ছহীহ মুসলিম, হা/৪৫০)।

প্রশ্নকারী : সোহলে রানা

চুয়াডাঙ্গা।


Magazine