কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭): বর্তমানে ধানের রেট যেটা রয়েছে সেই অনুপাতে আমি যদি কারো কাছ থেকে টাকা নিই এবং আজ থেকে ঠিক ৪-৫ মাস পর যা রেট থাকবে সে রেট অনুযায়ী তাকে টাকা ফেরত দিই। তাহলে কি সেটা সুদের আওতায় পড়বে।

উত্তর: হ্যাঁ, এমন কাজ স্পষ্ট সূদের অন্তর্ভুক্ত। কেননা, কারো নিকট থেকে যেই পরিমাণ অর্থ কর্জ নিবে, সেই পরিমাণই ফেরত দিতে হবে, এর কম-বেশি করাই হলো সূদ। আর আল্লাহ তাআলা ব্যবসাকে বৈধ করেছেন, আর সূদকে হারাম করেছেন (আল-বাকারা, ২/২৭৫)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদদাতা, গ্রহীতা, লেখক ও দুই সাক্ষী সকলকেই লানত করেছেন। আর বলেছেন যে, এরা সকলেই সমান (ছহীহ মুসলিম, হা/১৫৯৮)। সুতরাং এমন লেনদেন করা থেকে বিরত থাকতে হবে। সে চাইলে তার থেকে ধান ধার নিয়ে এসে বিক্রি করে টাকা কাজে লাগিয়ে অতঃপর পরিশোধের সময় পুনরায় সেই পরিমাণ সেই জাতের ধান ফেরত দিতে পারে।
প্রশ্নকারী : আব্দুর রাযযাক

পশ্চিবঙ্গ, ভারত।


Magazine