কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪): কোনো মেয়ে পূর্ণ পর্দার বিধান পালন করে তার স্বামীর সাথে গার্মেন্টসের ব্যবসা করতে পারবে কি?

উত্তর: আল্লাহ তাআলা মেয়েদেরকে উপার্জন করার দায়িত্ব দেননি। বরং উপার্জনের দায়িত্ব হলো পুরুষের ওপর। আর মেয়েদের উচিত হলো, বাড়িতে অবস্থান করা ও বাড়ির অভ্যন্তরীণ কাজকর্ম করা। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা নিজ ঘরে অবস্থান করবে এবং প্রাচীন জাহেলী যুগের প্রদর্শনীর মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না’ (আল-আহযাব, ৩৩/৩৩)। তারপরও যদি উপার্জনের একান্ত প্রয়োজন দেখা দেয়, সেখানে যদি পূর্ণ পর্দা করার ব্যবস্থা থাকে, ব্যবসা শরীআতসম্মত হয় এবং পুরুষের সমাগম থেকে মুক্ত হয়, তাহলে এমন স্থানে ব্যবসা করাতে শরীআতে কোনো বাধা নেই। তবে ব্যবসায় স্বামীকে স্ত্রীর সহযোগিতা করাটা কিয়ামতের আলামত বলে উল্লেখ করেছেন (মুসতাদরাকে হাকেম, হা/৭২৩৯; মুসনাদে আহমাদ, হা/৩৮৭০)।

প্রশ্নকারী :মো. মাসুদ রানা

চাঁপাই নবাবগঞ্জ।


Magazine