কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১) : স্বামী বা স্ত্রীর কোনো একজন মুরতাদ হয়ে গেলে কি তাদের বিবাহ বলবৎ থাকবে?

উত্তর : স্বামী বা স্ত্রীর কেউ মুরতাদ হয়ে গেলে তাদের বিবাহ আর বলবৎ থাকবে না, বরং বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, ‘অতঃপর যদি তোমরা জানতে পার যে, তারা মুমিনা নারী, তবে তাদেরকে কাফিরদের কাছে ফেরত পাঠিয়ে দিয়ো না। মুমিন নারীগণ কাফিরদের জন্য বৈধ নয় এবং কাফিররা মুমিন নারীদের জন্য বৈধ নয়’ (সূরা আল-মুমতাহিনা, ৬০/১০)।

প্রশ্নকারী : জয়নাল আহমেদ

কুমিল্লা।


Magazine